চলচ্চিত্র উৎসবে সেরা মুজিব: একটি জাতির রূপকার

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক জরিপে মুজিব: একটি জাতির রূপকার সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন >>  জনগণের প্রত্যাশা পূরণে নব-নির্বাচিত সাংসদদের কাজ করতে হবে: স্পিকার

এছাড়া সেরা শিশুতোষ চলচ্চিত্র হয়েছে প্রভাস। ভারতীয় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন বিপুল শর্মা। এছাড়াও দর্শক জরিপে বিশেষ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বিজয়ার পরে।’ ভারতীয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিজিৎ শ্রীদাস।

স্প্রিচুয়াল চলচ্চিত্র বিভাগে সেরা নির্বাচিত হয়েছে রাশিয়ান চলচ্চিত্র ‘তুদা আই অবরান্তো’। এটি পরিচালনা করেছেন আসাদুলিন। সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে ‘কুনানফিন্ডা: দ্য ল্যান্ড অফ ডেথ।’

এই উৎসবের পর্দা নামছে আজ। এবারের আসরে ৭৫টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us