উদ্বেগ থাকা মানে এই নয়, সরকারের সঙ্গে কাজ নেই

বাংলাদেশে নির্বাচনের পরে প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করার কথা বলছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, সারা বিশ্বেই তাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে উদ্বেগ থাকা মানে এই নয় যে, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেই।

Islami Bank

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সম্পর্কে আপনার সর্বশেষ প্রেসনোটে আমি দেখেছি, যুক্তরাষ্ট্র বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করা কীভাবে সম্ভব?

জবাবে মিলার বলেন, আমি বলবো যে, সারা বিশ্বেই আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে।

one pherma

তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশে দমন-পীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু তার মানে এই নয়, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই।

ম্যাথিউ মিলার আরও বলেন, উভয় ক্ষেত্রেই (দমন-পীড়ন ও নির্বাচন) আমাদের উদ্বেগ রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, নানা ক্ষেত্রে আমরা অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করতে পারি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us