আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ, ফিলিস্তিনের জনগণের জন্য রহমত এবং বাংলাদেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
সরেজমিনে দেখা যায়, শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই তুরাগ পাড়ে সামিয়ানার নিচে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এর পর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরী মোনাজাতের জন্য। আশপাশের এলাকা থেকে মুসল্লিদের স্রোত আসতে থাকে তুরাগ তীরে।
এর আগে, অন্যান্য মুরুব্বীদের পর তাবলীগ জামাতের কাকরাইল মারাকাজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ জুবায়ের সমাপনী বয়ান শুরু করেন মাওলানা জুবায়ের মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন। শুরু হয় আখেরী মোনাজাত।
চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.