মিয়ানমার জান্তার হেলিকপ্টার ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের

মিয়ানমার জান্তার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দেশটির রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধারা।

Islami Bank

বুধবার আরাকান আর্মি জানায়, জান্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের সময় চিন রাজ্যের পালেতোয়া শহরতলীতে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

সম্প্রতি একটি সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধাদের একটি ছবি পোস্ট প্রকাশ্যে আসে। এর কয়েক দিন পর হেলিকপ্টারটি ভূপাতিত করার কথা নিশ্চিত করল আরাকান আর্মি।

one pherma

তবে হেলিকপ্টারটি ঠিক কবে ভূপাতিত করা হয়েছে তা তা জানানো হয়নি।

খাইং থুখা নামে আরাকান আর্মির এক কর্মকর্তা সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতি’কে জানিয়েছেন, “পালেতোয়া শহরে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করি। হেলিকপ্টারটি পাই পাহাড়ে একটি জান্তা ফাঁড়ির কাছে গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। কানখা পাহাড়ে জান্তার কৌশলগত কমান্ড ঘাঁটি গত ১৩ জানুয়ারি দখলে নেওয়ার পর আমরা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাই।”

কানখা ও পাই পাহাড় দুটি পালেতোয়া শহরের উত্তরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আরাকান আর্মি দুই মাস লড়াইয়ের পর গত ১৩ জানুয়ারি চিন ও রাখাইন রাজ্যের সীমান্তবর্তী শহরটি দখল করে নেয়। 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us