আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
গত ২৮ জানুয়ারি এক বিবৃতিতে এই কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি।
উল্লেখ্য, এবছর এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লক্ষ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.