গোয়ালন্দে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশ জানায় তারা দুইজনই মাদক কারবারি।

Islami Bank

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুন >>  পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন— উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বাজার এলাকার মৃত আইয়ুব আলী শখের ছেলে মো. আশরাফুল শেখ (৪০) ও তার স্ত্রী শেফালী খাতুন (৩৪)।

one pherma

থানা সূত্রে জানা যায়, এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড দৌলতদিয়া বাজার এলাকায় তপু সরদারের গ্যারেজ সংলগ্ন গলির রাস্তার ওপর হতে তাদের দুজনকে ১২গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us