বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লাকে ১২ রানে হারায় সিলেট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। বেন হাওয়েলের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট। ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন হাওয়েল। কুমিল্লার পক্ষে রিশাদ হোসেন ও সুনিল নারিন নেন ২টি করে উইকেট।
আরও পড়ুন >> সীমান্তে ঝুঁকি থাকলেও আমরা প্রস্তুত: কাদের
১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ১৬ রানে ৫ বলে ৩ রান করে আউট হন ইমরুল কায়েস। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।
তবে দলীয় ৩৯ রানে ১৫ বলে ১৭ রান করে আউট হন হৃদয়। এরপর ক্রিজে আসা জনসন চার্লসকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন লিটন। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি।
জনসনকে সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন লিটন। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় কুমিল্লা। জনসন ২১ বলে ১২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মইন আলি।
এরপর ক্রিজে আসা আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন লিটন। দলীয় ১৫৩ রানে ৫৮ বলে ৮৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন লিটন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। সিলেটের পক্ষে তানজিম সাকিব নেন ৩টি উইকেট।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.