রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

রাজধানীর দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>> বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে মানতে হবে ১০ নির্দেশনা

জানা গেছে, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us