আস্থার জায়গা খুঁজে পেলেন মাহি

আস্থার জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। এ নিয়ে সামাজিক মাধ্যমেও পোস্ট দিয়েছিলেন। নতুন খবর হলো আস্থার জায়গা খুঁজে পেয়েছেন নায়িকা। এ খবরও জানিয়েছেন নেটমাধ্যমে।

Islami Bank

নিজের ফেসবুকে কিছু ছবি দিয়েছেন মাহি। সেখানে তাকে দেখা গেছে শিরিন শিলা, জয় চৌধুরী, শিপন মিত্রদের সঙ্গে। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, সহকর্মীদের সঙ্গে সময়টা জমিয়ে কাটাচ্ছেন তিনি। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, আস্থার আস্তানা। এতে স্পষ্ট সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তার আস্থার জায়গা।

আরও পড়ুন>> সাগর-রুনি হত্যা মামলা: ১০৬ বারের মতো পেছাল প্রতিবেদন

এর আমহি আস্থার জায়গা খুঁজে লিখেছিলেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

one pherma

সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us