ফরিদগঞ্জে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে তিনটি বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারগুলো এখন নিঃস্ব । তবে এতে কেউ হতাহত হয়নি।

Islami Bank

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন>> জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে

one pherma

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, আগুনের লেলিহান শিখায় দিনমজুর খোরশেদ আলম খোকা, বিল্লাল হোসেন ও স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া লিলু বেগমের বসতঘর পুড়ে গেছে। এতে তাদের ঘরসহ আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় তিনটি পরিবার সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব। উপজেলা প্রশাসনকে ঘটনাটি অবহিত করা হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us