জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Islami Bank

রোববার ১৭ মার্চ সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

one pherma

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে হেঁটে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য।

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান দলের সভাপতি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

টুঙ্গিপাড়ার খোকা থেকে বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, সেই বজ্রকণ্ঠ- আর তর্জনীর ইশারা কোটি বাঙ্গালীকে শিখিয়েছিলো স্বদেশের জন্য আত্মহুতির মূলমন্ত্র। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু হয়েছিলেন বিশ্বনেতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us