প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বই উপহার দিয়েছেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। বুধবার (২০ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তার সাম্প্রতিক লেখা কিছু বই প্রধানমন্ত্রীকে উপহার দেন এই কবি।

Islami Bank

এ সময় কবি নির্মলেন্দু গুণ বলেন, দীর্ঘ পাঁচ-ছয় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়-জীবনের কিছু অম্ল, কিছু মধুর ঘটনার স্মৃতিচারণ করেছেন। পরে তার লেখা সাম্প্রতিক কিছু বই প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন।

আরও পড়ুন >>  বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে: রিজভী

one pherma

কবি নির্মলেন্দু গুণ আরও জানান, বইগুলো পেয়ে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। একইসঙ্গে তার কিছু লেখা পড়বেন বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।

সাক্ষাৎকালে নির্মলেন্দু গুণের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নাট্যজন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু ও ভাগ্নে মুহম্মদ শান্ত ইমন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us