জেতা নয়, উন্নতি করা আমাদের মূল লক্ষ্য: হাবিবুল বাশার

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। অজিদের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো ম্যাচেই ব্যাট হাতে তিন অঙ্কের সংখ্যা ছুঁতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই টাইগ্রেসদের বিপক্ষে সহজেই সিরিজ জয় পান সফরকারীরা।

তবে চ্যাম্পিয়নদের বিপক্ষে জেতা নয় ববং উন্নতি করাটাই মূল লক্ষ্য ছিল স্বাগতিকদের এমনটাই মনে করেন বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। ইতোমধ্যেই সিরিজ খোয়ানো টাইগ্রেসরা বুধবার (২৭ মার্চ) মাঠে নামছে সিরিজের শেষ ম্যাচে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি।

আরও পড়ুন >>  বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে সাগরে ডুবে ১২ ফিলিস্তিনি নিহত

আর এই ম্যাচের আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুমন চলমান সিরিজ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া দলটা অনেক শক্তিশালী। তারা সাতবার বিশ্বকাপ শিরোপা জিতেছে। সেই সঙ্গে অন্য দলগুলোর চেয়ে অস্ট্রেলিয়ার দলের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের চাওয়া আরো বেশি কিছু ছিল। আমরা আমাদের চাওয়া অনুযায়ী খেলতে পারিনি।’

অজিদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে কোনো ম্যাচের তিন অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এই বিষয়ে সুমন বলেন, ‘আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। মেয়েদের কাছ থেকে আরেকটু ভালো ব্যাটিং আশা করেছিলাম আমরা। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজেদের উন্নতি করা। তবে প্রথম দুটি ম্যাচে সেটা আমরা করতে পারিনি। আমাদের আগামীকাল (আজ) একটা ম্যাচ আছে, দেখা যাক আমরা কতটুকু উন্নতি করতে পারি।’

তিনি আরো বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বলতে পারেন। এখন প্রতিটা ম্যাচেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে। আমরা জিতি বা হারি, আমাদের লক্ষ্য আমরা যেন প্রতিটা ম্যাচে কিছু না কিছু উন্নতি করতে পারি।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us