সাংবাদিক শেখ বেলাল উদ্দীন হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে শাহাবুদ্দিন লস্কর ধীরাকে অভিযোগ করেছেন নিহত সাংবাদিক বেলালের পরিবার। খুলনা ২৩ নং ওয়ার্ডের জামায়েতে ইসলামীর সভাপতি ও সংঘবদ্ধ সন্ত্রাসীগ্রুপের গডফাদার শাহাবুদ্দিন লস্কর ধীরার আন্ডার গ্রাউন্ড পার্টির সাথে গভীর সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেন নিহত বেলালের পরিবার।
আরও পড়ুন…ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
নিহত সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, শাহাবুদ্দিন লস্করের সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিবেদন প্রকাশ করতে গেলে ধীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রতিশোধ নেয়ার জন্য বার বার আক্রমণ করে। উল্লেখ্য, চরমপন্থী ও জঙ্গীবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন প্রথম কলম ধরেন। অবশেষে তারই প্রতিহিংসায় শাহাবুদ্দিন লস্কর ধীরা কিলিং মিশনে সরাসরি অংশ নিয়ে সাংবাদিক শেখ বেলাল উদ্দিনকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন পরিবার।
শাহাবুদ্দিন ধীরার কিলিং মিশন পরবর্তীতে তার ভাই ডাক্তার শওকাত আলী লস্করের অর্থ সহায়তায় ঢাকায় হাউজিং ব্যবসা শুরু করে। জিয়ো প্রপার্টিজ নামে হাউজিং কোম্পানির এমডি হয়ে ব্যবসার নামে ছলচাতুরী ও প্রতারণায় জড়িয়ে পড়েন। একই সাথে বায়োগ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিপিএল হাউজিং এর প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্ব পেয়ে যান।
এ প্রজেক্টের অর্থ কেলেংকারিতে জড়িয়ে পড়ে এবং কোটি কোটি টাকা আত্নসাৎ করে যা কোম্পানির তদন্ত রিপোর্ট ও অডিট রিপোর্টে উঠে এসেছে। এছাড়া মিথ্যা হত্যা মামলার নাটক সাজিয়ে মানুষকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন এবং জিম্মি করে বিপুল অর্থবৃত্তের মালিক বনে যান বলে জনান বায়োগ্রুপ কর্তৃপক্ষ। এভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে বিভিন্ন সূত্রে বলছে। একটি তদন্ত প্রতিবেদনে সাহাবুদ্দিন লস্কর ধীরার সীমাহীন দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার তুলে ধরা হয়। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কোম্পানীর মূল্যবাদ সম্পদ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুন…বাল্কহেড চলাচল বন্ধ থাকবে ১১ দিন
প্লট জালিয়াতি ৫৫ লাখ টাকা ফ্ল্যাট জালিয়াতির মাধ্যমে ১কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা। বিভিন্ন কাজের অগ্রীম দেখিয়ে নিয়ে যায় ১কোটি ৩০ লাখ ৮৩ হাজার স্টাফদের বেতন দেখিয়ে ৫ লাখ ৪৪ হাজার টাকা। প্রাইম ব্যাংক পান্থ পথ শাখা থেকে ৯৩ লাখ টাকা। এভাবে ধীরা ৪ কোটি টাকার অধিক তছরুপ করেছে বলে তদন্ত প্রতিবেদনে দেখা যায়।
ধীরার এসব অপকর্ম ও জাল জালিয়াতিতে তার বিরুদ্ধে কলাবাগান থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় ১৪ টি জিডি করা হয়। এছাড়া কলাবাগান থানায় তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলা নাম্বার ৫ তারিখ ০৭/০৩/২০২৪।
বর্তমানে শাহাবুদ্দিন ধীরা গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে বলে একটি সূত্র দাবী করছেন। অসমর্থিত সূত্র বলছে পুলিশ, র্যার্ব তাকে হন্যে হয়ে খুঁজছে। গত ১০ ফেব্রুয়ারি খুলনা শহরে সাংবাদিক সমাজ সংঘবদ্ধভাবে সকল সাংবাদিক হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন কর্মসূচী এবং প্রতিবাদ সভার আয়োজন করেন। এ প্রতিবাদ সভায় আলোচকবৃন্দ সাংবাদিক হত্যার মদদ দাতা, পরিকল্পনাকারী ও অর্থ যোগান দাতাদের বিচারের দাবিতে সরকারের হস্থক্ষেপ কামানা করে গনমাধ্যম কমীর্দের নিরাপত্তার দাবি জানানো হয়। এ সময় সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামী শাহাবুদ্দিন লস্কর ধীরার ফাঁসির দাবিতে খুলনা শহরের অলি গলিতে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের পোস্টার দেখা যায়।
আরও পড়ুন…বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে সাগরে ডুবে ১২ ফিলিস্তিনি নিহত
এসব বিষয়ে শাহাবুদ্দিন লস্কর ধীরার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,নিহত সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন মামলার অভিযোগপত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামী করা হয়।
সূত্রমতে জানা যায়, বেলাল হত্যার ঘটনায় দায়েরকৃত দুটি মামলাতেই আসামী ছিলেন। আদালত তাকে একটি মামলায় খালাস দিলেও নিহত সাংবাদিক বেলাল হত্যা ঘটনায় আরো একটি মামলা শাহাবুদ্দিন লস্কর ধীরার বিরুদ্ধে চলমান রয়েছে।
ইবাংলা/ বা/ এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.