সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে ছায়াবিথী এলাকার স্থানীয় একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়।

Islami Bank

নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথী এলাকার একটি ডেন্টালে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন>> রাজা জিগমে খেসার আমন্ত্রণে ভুটান গেলেন তথ্য প্রতিমন্ত্রী

স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে অজ্ঞাতনামারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

one pherma

ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন বলেন, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধা ঘণ্টা পরই খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে রেফার করে তাকে সাভারের এনাম মেডিক্যালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে আমজাদ হোসেন নামের আরেক ব্যক্তিকে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us