বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে যা বললেন বাহাউদ্দীন নাছিম

উপজেলা নির্বাচনে দলীয় মার্কা না থাকায় এবারের নির্বাচন সার্বজনীন হবে। পাশাপাশি নিজ এলাকায় নির্বাচনে কোনো সংসদ সদস্য বা মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে দলের উপদেশকে অমান্য করা হবে ব‌লে জানিয়েছেন আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।

Islami Bank

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদারীপুর শহরের তার নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি স্পষ্ট করে সকল নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন।

one pherma

ঢাকা-৮ আসনের এই এমপি আরও বলেন, মির্জা ফখরুলরা সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে। সাম্প্রদায়িক রাজনীতি করে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, যারা সেই অশুভ শক্তির সঙ্গে মির্জা ফখরুলদের সব চাইতে ভালো মিত্রতা। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দুনীতি সন্ত্রাস এগুলোই তাদের নীতিতে পরিণত হয়েছে। বিগত দিনে এগুলোই তাদের অর্জন।

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবির সমালোচনা করে বলেন, যারা বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায় তারা কি বুয়েটকে আলাদা উপত্যকা বানাতে চায়? যারা স্বাধীনতা বিরোধী তারাই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায়। বুয়েটে ছাত্র-শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম বজলুর রহমান মন্টু খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us