রাজধানীর ডেমরায় ১৪ বাসে আগুন

রাজধানীর ডেমরায় ভলভো পরিবহনের গ্যারেজে পার্কিং করা ১৪টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

Islami Bank

সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ার একটি গ্যারেজে এ আগুন লাগে।

one pherma

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পেয়ে রাত ৮টা ৫৯ মিনিটে অগ্নিনির্বাপক বাহিনী রওনা হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছেছে। সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us