রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন ঢাকা নদী বন্দর-ট্রাফিকের যুগ্ন কমিশনার জয়নাল আবেদীন।
আরও পড়ুন…সবার জীবনের সুখ ও শান্তি কামনা করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৩ জন যাত্রী নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
ইবাংলা/ বা এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.