বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে শুক্রবার (১৯ এপ্রিল) ভোট দিতে এসেছিলেন একসময়ের আলোচিত চিত্রনায়ক মেহেদি। এ সময় তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের আঙিনায় না থাকার কারণও।
মেহেদি বলেন, ধর্মীয় কাজে এখন সময় দিচ্ছি। যাচ্ছি নিয়মিত তাবলিগ জামাতেও। মানুষ হয়ে যেহেতু জন্মেছি, ধর্ম-কর্ম তো করতেই হবে। সেটা এখন খুব মনোযোগ সহকারে করছি।
‘পাগল মন’ চলচ্চিত্র দিয়ে নিজের প্রতিভার আলো ছড়ানো এই অভিনেতা এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন। তবে চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাননি। তিনি বলেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে আমার চারটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.