এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম

এবার রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে টেলিটকের গ্রাহকরা। একই সুবিধা পাবে রবির গ্রাহকরাও। প্রায় ৮ মাস অপেক্ষার পর টেলিটকের সঙ্গে ‘ন্যাশনাল রোমিং’ এর অনুমতি পেয়েছে রবি।

Islami Bank

কোথাও টেলিটকের নেটওয়ার্ক নেই কিংবা তা দুর্বল তখন ওই এলাকায় রবির নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের মোবাইল সেবা পাবেন টেলিটক গ্রাহকরা। আবার এই একই সুবিধা মিলবে রবির গ্রাহকের ক্ষেত্রেও। তারা ব্যবহার করতে পারবেন টেলিটকের নেটওয়ার্ক।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিশ্বস্ত সূত্র রবিকে এই অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রবির আবেদনের প্রেক্ষিতে রবিকে এই অনুমতি দিতে টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন চেয়েছিল বিটিআরসি।

one pherma

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, মাসখানেকের মধ্যেই তারা পরীক্ষামূলকভাবে এটি চালু করবেন। সর্বোচ্চ ৬ মাস পরীক্ষামূলকভাবে দেখার পর তারা এটি বাণিজ্যিকভাবে চালু করতে চান।

চলতি বছরের ২৬ মার্চ দেশে বাংলালিংক-টেলিটক সীমিত পরিসরে এই ন্যাশনাল রোমিং সেবা চালু করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us