ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে খাদিজার বিজয়
মিলন সরদার,বরিশাল
বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে ২ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম
বিজয়ী হয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস বেসরকারীভাবে ফলাফল ঘোষনার মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মরহুম জাকির হোসেন এর মৃত্যু জনিত কারণে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাধবপাশা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ৩১৭১ ভোটারের মধ্যে ১৯৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে খাদিজা বেগম মোরগ প্রতিক নিয়ে ১০৭১ টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জাতীয় পার্টি নেতা মো: জামাল হোসেন মোল্লা ফুটবল প্রতিক নিয়ে ৮৫৩ ভোট পান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.