দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এতে তিনটি প্যানেল অংশগ্রহণ করছেন টিম স্মার্ট, টিম সাকসেস এবং ওয়ান টিম। এর মধ্যে টিম স্মার্ট সেরা প্যানেল হয়েছে বলে মনে করেন বেসিস ভোটার সদস্যরা।
আরও পড়ুন…রাবিপ্রবি’র বি ইউনিটের গুচ্ছভর্তিপরীক্ষায় অনুপস্থিত ছিলো ৭৪৭ পরীক্ষার্থী
বেসিস নির্বাচনে টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর করেন রহমান সোহেল। সঙ্গে আছেন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের একঝাঁক মেধাবী তরুণ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা। যারা দেশের অর্থনৈতিক বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। এছাড়াও এই খাত থেকে দেশের বহু শিক্ষিত বেকার যুবকদের কর্মময় করে তুলছে।
ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেয়ার অঙ্গিকারবদ্ধ টিম স্মার্ট। টিম স্মার্ট নেতৃত্বে থাকা মোস্তাফিজুর রহমান সোহেল ইবাংলাকে বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আর এ জন্য বেসিস নির্বাচন টিম স্মার্ট প্যানেলে তরুণ মেধাবীদের নিয়ে একটি যুগোপযুগি প্যানেল ঘোষণা করা হয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের স্বার্থে টিম স্মার্ট প্যানেলকেই বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টিম স্মার্টের অন্য প্রার্থীরা হলেন- জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ সানা, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন,
ইনুমেন্ট সলিউশন্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আল মামুন, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান), ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও সিইও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।
আরও পড়ুন…কার্বন বাজার ব্যবস্থায় জাতিসংঘের ঐতিহাসিক মানবাধিকার সুরক্ষা গ্রহণ
প্যানেল থেকে আরও লড়ছেন অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী অ্যাডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা (সিইও) লুতফি চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো।
এই নির্বাচনে টিম স্মার্ট প্যানেলে নেতৃত্বে থাকা মোস্তাফিজুর রহমান সোহেল আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, আমরা সেটাকেই ভিত্তি হিসেবে গ্রহণ করে বেসিসকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতবদ্ধ। সে কারণে আমরা একটি স্মার্ট বেসিস গড়তে চাই। তাই আমাদের সদস্যদের কীভাবে বিভিন্ন সেক্টরে ভালোভাবে সাপোর্ট দেওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই।
অনুষ্ঠিতব্য ৮ মে নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার শেষ পর্যায়। ভোটার এবং সাপোর্টাররা এই নির্বাচনে টিম সমআর্টকেই বেছে নিতে চান বলে ভোটার ও সাপোর্টাদের সঙ্গে আলাপ চারিতায় ইবাংলা রিপোর্টার তুলে ধরছেন। অনেকেই বলছেন, টিম স্মার্ট সফটওয়ার ও তথ্যপ্রযুক্তি খাতের তরুণ মেধাবীদের একটা মিলনমেলা ঘটেছে। এ প্যানেল বিজয়ী হলে বেসিসকে এক অনন্য শিখড়ে নিয়ে যাবেন বলে আশাবাদি সবার।
ইবাংলা/ বা এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.