সিএজি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে আলোচনা সভা

আলমগীর মানিক,রাঙামাটি

দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়’ সিএজি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও তিন দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে পার্বত্য রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাড়ে এগারোটায় ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জন ডা:নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও লাখো শহিদের আত্মত্যাগের মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ১১ মে দেশের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ প্রাপ্ত হয়ে শপথ নেয়। সিএজি হলো দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন।এই ইনস্টিটিউটটি প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং সরকারের সমস্ত প্রাপ্তি ও ব্যয়ের নিরীক্ষণ করে।

সিএজির প্রতিবেদনেই বাংলাদেশের সংসদে স্থায়ী কমিটি আলোচনা করে। বাংলাদেশের সংবিধান দেশের সিএজিকে তার কাজের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করেছে। যে কারণে নিরীক্ষার সময় সিএজি অন্য কোনও কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করেন না।

সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদে অডিটর জেনারেলের স্থাপনা, কার্যাদি, অফিসের শর্তাদি এবং এরকম চিত্র তুলে ধরা হয়েছে।বক্তারা ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সরকারী বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারনকে সচেতন করাসহ সরকারী সুযোগ সুবিধা গ্রহনের জন্য সকলকে আহবান জানান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us