সমকামী সম্পর্কের অপরাধীকরণের অবসান ঘটাতে হবে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রত্যেক ব্যক্তির মানবাধিকার এবং মর্যাদাকে সম্মান করার বাধ্যবাধকতা রয়েছে। এ বার্তা প্রতিষ্ঠিত করতে বিশ্ব জুড়ে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। একইসাথে এই অধিকারগুলোকে বাস্তবে পরিণত করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

Islami Bank

আন্তর্জাতিক হোমোফোবিয়া, বিফোবিয়া এবং ট্রান্সফোবিয়া দিবস উপলক্ষে আজ (১২মে) এক বার্তায় এ মন্তব্য করেন তিনি।

সমকামী সম্পর্কের অপরাধীকরণের অবসান ঘটানোর আহবান জানিয়ে বার্তায় তিনি, যারা ট্রান্সফোবিয়াদের মানবাধিকার রক্ষা ও তাদের সকল বৈষম্যকে বেআইনি করার জন্য এবং আইনের সমতা সুরক্ষিত করায় লড়াই করছেন তাদের সাধুবাদ জানান।

one pherma

আগামী ১৭মে বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক হোমোফোবিয়া, বিফোবিয়া এবং ট্রান্সফোবিয়া দিবসটি। এবারের প্রতিপাদ্য বিষয় ‘কেউ পিছিয়ে নেই: সমতা, স্বাধীনতা এবং সবার জন্য ন্যায়বিচার’।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us