ইরানের প্রেসিডেন্টেকে বহনকারি হেলিকপ্টারের খোঁজ মিলছেনা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কমান্ডার রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির এখনো খোঁজ মিলছেনা। সন্ধানের জন্য সামরিক বাহিনীর ইউনিটগুলিকে একত্রিত করার জন্য সমস্ত সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম -তাসনিম

Islami Bank

রোববার (১৯ মে) উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি সেনাবাহিনী, ইসলামিক রিভোলিউশন গার্ডস কর্পস এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী কমান্ডকে রাষ্ট্রপতির হেলিকপ্টারের সন্ধানে এবং তার জন্য তাদের সমস্ত ক্ষমতা ও সরঞ্জাম নিয়োগের নির্দেশ দিয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (IRCS) যে এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে সেখানে ৪০ টি উদ্ধারকারী এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে।

টেলিফোনে ইরানের রাষ্ট্রীয় টিভির সাথে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন, জোলফা থেকে ফিরে আসা রাষ্ট্রপতির কনভয়ের হেলিকপ্টারটি কঠিন অবতরণ করেছে।

one pherma

প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চল থেকে আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে সাধারণ সীমান্তে একটি বাঁধ উদ্বোধনের পর ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেম এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি হেলিকপ্টারে ছিলেন।

রাষ্ট্রপতির কাফেলায় তিনটি হেলিকপ্টার ছিল। বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে বহনকারী দুটি হেলিকপ্টার কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় নিরাপদে অবতরণ করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us