নড়াইলের মাইজপাড়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন রক্তাক্ত জখম

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় প্রতিপক্ষের হামলায় ৩জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা হলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মোঃ এনামুল কবীর (৫০), মাহাবুব মুন্সী (৩২) ও রোমান মোল্যা (২৮)।

Islami Bank

আহতদের হাতুড়ি,রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং রাম দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মারাতক আহত রোমান মোল্যাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মাথায় কোপ লাগায় তার অবস্থা খুবই আশংকাজনক।

রোববার (১৯ মে) রাত ৯টার দিকে মাইজপাড়া বাজারে বিষ্ণুর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে। আহতরা জানান, তারাশি গ্রামের হুমায়ুন, বিল্লাল,জান্নাত,আকাশ,আহাদ,নাইম,রবিউল,শরিফুল,আবু সাইদ রুবেল,রশিদ সহ কয়েকজন মিলে এ হামলার ঘটনা ঘটায়। হামলাকারিদের মধ্যে হত্যা সহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

নড়াইল সদর হাসপাতাল, আহত ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ২০১১ সালে তারাশি গ্রামের মারুফত হোসেন মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। বিগত ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনে পরাজিত হন। এসব নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন ম্ঃো মারুফত হোসেন ও তার সহযোগিদের উপর ক্ষিপ্ত ছিল।

one pherma

এলাকাবাসি জানায়, সাবেক ইউপি সদস্য মোঃ মারুফত হোসেন, সাত্তার মুন্সী, ফারুক মোল্যা ও লিয়াকত বিশ্বাস কে না পেয়ে হামলাকারিরা মোঃ মারুফত হোসেনের ভাই এনামুল কবীর এবং তার সহযোগি মাহাবুব ও রোমানের উপর হামলা চালিয়েছে।

এ ঘটনার পর হামলাকারিরা এলাকা ছেড়ে পালিয়েছে। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে হামলার ঘটনায় জড়িতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us