বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো. সোহাগ (২৮) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে।সোমবার (১০ জুন) দুপুরের উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ চড়ে এ ঘটনা ঘটে।সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। তিন মাস আগে বিয়ে করার জন্য তিনি ছুটিতে দেশে আসেন।

পরিবারের লোকজন জানায়, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ চড়ে ১০ থেকে ১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us