দাম কমলো ভারতীয় রুপির

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দাম কমেছে। সেই সঙ্গে এশিয়ার অন্যান্য মুদ্রার মানও নিম্নমুখী হয়েছে। সোমবার (১০ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের দর দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪৯২৫ রুপিতে। আগের দিন যা ছিল ৮৩ দশমিক ৩৭২৫ রুপি। সেই হিসাবে দিনের ব্যবধানে ভারতীয় রুপির অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ।

রিপোর্টে জানানো হয়, গত মে মাসে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রের শ্রমবাজার প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকত ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা ৫০ শতাংশের নিচে নেমে গেছে।

এই পরিস্থিতিতে প্রধান আন্তর্জাতিক মুদ্রা মার্কিন ডলারের উত্থান ঘটেছে। পাশাপাশি ইউএস বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। মূলত যে কারণে ভারতীয় রুপির অবনমন ঘটেছে।

আলোচিত দিনে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। কর্মদিবস শেষে যা ১০৫ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনও তা বৃদ্ধি পেয়েছিল।

বেসরকারি খাতের বৃহৎ ব্যাংকে এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী বলেন, ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনা কমেছে। তাই ভারতীয় রুপির পতন ঘটেছে। তবে সামনের দিনগুলোতে মুদ্রাটির মূল্য ৮৩ দশমিক ৩৫ থেকে ৮৩ দশমিক ৬০ রুপি থাকতে পারে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us