মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সেই হিসেবে ঈদেও তা অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা জানান, ১৬ থেকে ১৮ জুন দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময়ে রাজধানীও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঈদের আগে-পরে তিন দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়াগায় বৃষ্টি হতে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ঢাকায় টানা বৃষ্টির শঙ্কা নেই।আরেক আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলছেন, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৯ জুনের পরে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.