যাত্রীবাহী গাড়ী গরু

যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয় লেগুনা বা হিউম্যান হলার। তবে সেই পরিবহনে এখন যাত্রীর পরিবর্তে উঠছে গরু। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরু পরিবহনের বাহন হয়ে গেছে লেগুনা বা হিউম্যান হলারগুলো।

শনিবার (১৫ জুন) সকাল থেকেই রাজধানীর গাবতলী হাটে বিক্রি করা কোরবানির পশু পরিবহন করতে দেখা গেছে লেগুনায়।

মা-বাবার দোয়া পরিবহন, গ্রিন দেশ আমিন পরিবহনের লেগুনাগুলো সাধারণত চলাচল করে গাবতলী থেকে সিকশন পর্যন্ত। বেড়িবাঁধ রুটের এই যাত্রীবাহী পরিবহন ঈদ সামনে রেখে যাত্রীর পরিবর্তে বহন করছে কোরবানির পশু।

আরও পড়ুন…মুসলিম উম্মাহসহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করলেন হজের খুতবায়

এর কারণ জানতে চাইলে পরিবহন শ্রমিকরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত লেগুনা চালিয়ে একজন চালকের আয় দেড় থেকে দুই হাজার টাকা।

আর তার সহকারি পান পাঁচ থেকে সাতশ টাকা। অথচ কোরবানির গরু পরিবহন করে সেই আয় কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব।

লেগুনা শ্রমিক মো. মুন্না ঢাকা মেইলকে বলেন, হাটের জন্য রাস্তা অর্ধেক বন্ধ। গাবতলী পর্যন্ত যাওয়া যায় না। গার্মেন্টস সব ছুটি হইয়া গেছে। রোডে লোকজন কম। তাই গরু টানতাছি। ইনকাম বেশি।

গাবতলী হাট থেকে বিক্রি হওয়া গবাদি পশু পরিবহন করে সাধারণত পিকআপ ভ্যান৷ গাবতলী থেকে মোহাম্মদপুর, আদাবর কিংবা ধানমন্ডি যেতে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ভাড়া হাঁকছেন পণ্যবাহী এই পরিবহনের চালকরা।

আরও পড়ুন…মুসলিম উম্মাহসহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করলেন হজের খুতবায়

মাত্রাতিরিক্ত সেই ভাড়ার সুবিধাই নিচ্ছেন লেগুনা চালকরা। একই দূরত্বে এক থেকে দেড় হাজার টাকার মধ্যেই গরু পৌঁছে দিচ্ছেন তারা।হাট থেকে কেনা কোরবানির পশু কম ভাড়ায় পরিবহনের সুযোগ পেয়ে লেগুলার প্রতি ঝুঁকছেন অনেক ক্রেতাও।

ইবাংলা/বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us