জেলের জালে বিষধর রাসেলস ভাইপার

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ।বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে জালে আটকা পড়া রাসেলস ভাইপার সাপ নিয়ে জেলে চলে যান দোহার উপজেলা পরিষদে।

Islami Bank

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন সাপটি না মারার জন্য জেলেকে ধন্যবাদ জানান। তিনি খবর দেন স্নেক রেসকিউ টিমকে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ায় উৎসুক জনতার ভিড় করে উপজেলা পরিষদ চত্বরে। অবস্থা বেগতিক দেখে জালসহ ইউএনও অফিসের দ্বিতীয় তলায় এনে সাপটিকে সুরক্ষিত করা হয়।

আরও পড়ুন…নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার-১৪

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, অনলাইন থেকে মোবাইল নম্বর নিয়ে স্নেক রেসকিউ টিমের সঙ্গে যোগাযোগ করি। রাসেলস ভাইপারের কথা শুনে তারা সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে দোহারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ৩টার দিকে সাপটিকে ওই টিমের কাছে হস্তান্তর করা হয়।

one pherma

তিনি জানান, সাপটিকে না মারার জন্য জেলেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উদ্ধারকৃত রাসেল ভাইপারটি স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মো. রকিবুলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে এবং সেটি গবেষণার কাজে সহযোগিতার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএনও মো. জাকির হোসেন জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা অনেকটা লাজুক টাইপের সাপ। তাই সাপ দেখা মাত্র না মেরে তাকে নিরাপদে সরে যেতে দিন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us