বিশিষ্ট কবি মাকিদ হায়দার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই আরিফ হায়দার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।মাকিদ হায়দারের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আরও পড়ুন…স্কুলবাস উল্টে প্রাণ গেল ১২ শিশুর দ. আফ্রিকায়
পারিবারিক সূত্রে জানা গেছে, মাকিদ হায়দার কিছু দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় আনা হয়েছিল।
মাকিদ হায়দারের মরদেহ পাবনার আরিফপুরের দোহারপাড়ায় পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। এর আগে বাংলা একাডেমির নজরুল মঞ্চে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য।
সাহিত্যে বিশেষ অবদান রাখায় মাকিদ হায়দার বাংলা একাডেমিসহ দেশের উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ ‘আপন আঁধারে একদিন’ ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’ ‘বাংলাদেশের প্রেমের কবিতা’ ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’ ‘প্রিয় রোকানালী’ ‘মমুর সাথে সারা দুপুর’।
কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার আরিফপুরের দোহারপাড়ায়। তার পরিবারের অন্য সদস্যরা পরিচিত। এর মধ্যে প্রয়াত হয়েছেন নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার।
আরেক ভাই কবি দাউদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। সাহিত্য-সংস্কৃতিতে তাদের প্রত্যেকের বিশেষ ভূমিকা রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.