সিঙ্গাপুর যাচ্ছেন রাতে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।রোববার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা ফখরুল রওনা হবেন।

শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে আগেই গেছেন। মহাসচিবের গত ২৮ আগস্ট যাওয়ার কথা ছিল। কিন্তু দেশে বন্যা পরিস্থিতি ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেন তিনি।

গত মার্চে কারাগার থেকে মুক্তি পান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ও তার সহধর্মিণী। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us