বিস্ফোরক আইনে মামলা নবাবগঞ্জে সালমান এফ রহমানের বিরুদ্ধে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম নামে এক নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি করেন বলে ওসি মো. শাহ জালাল জানান।

Islami Bank

মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করছিল। এসময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করে।

one pherma

হামলাকারীরা ছাত্র-জনতার ওপর শটগানে ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে বাদীসহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বাদীর শরীর থেকে ২৭টি গুলি বের করে।চিকিৎসা নিয়ে আসামিদের নাম সংগ্রহে দেরি হওয়ায় এজাহার দায়েরে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us