সেনাসদস্যের ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি নিয়ে আইএসপিআরের বক্তব্য

ইবাংলা ডেস্ক নিউজ

সংসদ ভবন এলাকা থেকে সেনাসদস্যের ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও প্রসঙ্গে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের বক্তব্য তুলে ধরেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্টের উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকগণ হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ওইদিনই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন…শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভয়েজ সংযোজিত একটি ভিডিওতে সংসদ ভবন এলাকায় ল্যাপটপ হাতে হাসিমুখে হেঁটে যাওয়া একজন সেনাসদস্যের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভয়েজে দুইটি ল্যাপটপ সেনাসদস্য অবৈধভাবে আত্মসাৎ করেছে বলে দাবি করা হয়। যা ওই সেনাসদস্য এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা।

মূলত, গত ৫ আগস্ট সেনাসদস্যদেরকে একটি ল্যাপটপ ও একটি স্ক্যানার কতিপয় সচেতন নাগরিক হস্তান্তর করে; যা ওই সেনাসদস্য নিকটস্থ সেনাক্যাম্পে জমা করে। পরবর্তীতে উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর সঙ্গে ওই ল্যাপটপ ও স্ক্যানার জাতীয় সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মসের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনী সংক্রান্ত এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুন্ন করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইবাংলা/ আইএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us