রাঙামাটিতে অধ্যায়নরত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ‘স্বাস্থ্য শিক্ষা বাঁচাতে, আমাদের ন্যায্য অধিকার’ এই স্লোগানে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপরে রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
আরও পড়ুন…মেরামতের দু’দিনের মাথায় বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে অস্থায়ী ক্যাম্পাসের সামনে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, রাঙামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ, তৃতীয় ব্যাচের পুষ্পিতা দাশ, চতুর্থ ব্যাচের মো. কাহসিন ওয়ানি প্রমুখ। এই কর্মসূচীতে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার পর হতে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে আমাদের। এখানে ক্লাসে রুমের সংকট, পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস করার সুযোগ নেই, ছাত্র-ছাত্রীদের হোস্টেল সমস্যাসহ নানা সংকট নিয়ে লেখাপড়া করতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে একইসঙ্গে শুরু হওয়া মেডিকেল কলেজগুলো বর্তমান সময়ে নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করছে। রাঙামাটিতে বৈষম্য কেন? এমন প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, ‘এর আগেও কয়েকবার আন্দোলন করা হলেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি আমাদের।
বারবার আশ্বাস পেয়েছি। কিন্তু স্থায়ী ক্যাম্পাসের কাজের কোনও অগ্রগতি দেখছি না আমরা। স্থায়ী ক্যাম্পাস না থাকাতে আমরা অনিরাপদ অবস্থায় ক্লাস করতে হয়ে। প্রায় সময় বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে ক্যাম্পাসে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। আর কতদিন এভাবে চলতে হবে আমাদের? এর একটা সমাধান না হাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
ইবাংলা/ বা এ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.