গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে সেটাই গণমাধ্যম কমিশনে রূপ নেবে বলেও জানান তিনি।
এদিকে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে ১৪ সেপ্টেম্বর একটি সভা করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের। এখন সেদিন সভাটি হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, পরে নতুন তারিখ জানানো হবে।
উপদেষ্টা জানান, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে হতাহত ব্যক্তিদের বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ৭২৮ জন শহীদের তালিকা পেয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ হাজার ২৬৩ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.