প্রেম করার সময় : ফারিন

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু অভিনেত্রী ফারিন খানের। তবে রুপালি পর্দায় নিজেকে মেলে ধরার ইচ্ছে ছিল প্রখর। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের সে ইচ্ছেও পূরণ করেন এই অভিনেত্রী।

Islami Bank

আরো পড়ুন… আদালতে উপস্থিত হয়েছেন পরীমণিও

তবে কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন ফারিন। বর্তমানে নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কাজের এতটাই চাপে রয়েছেন যে, প্রেম করার সময়ই পাচ্ছেন না তিনি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এমনটাই জানালেন ফারিন। সাক্ষাৎকারে কাজের পাশাপাশি বাস্তব জীবনের প্রেম নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

one pherma

বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন কী না? এমন প্রশ্নের জবাবে ফারিন বলেন, ‘কাজ করেই কূল পাই না প্রেম করার সময় কোথায়। সত্যি বলছি, আমি প্রেম করি না। করলে খোলামেলা জানিয়ে দিতাম। এটা নিয়ে লুকোচুরির কী আছে? অনেকে দেখবেন প্রেম করলেও বলেন, ওমা! আমি তো প্রেম করি না। আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলেছেন। আমি এ ধরনের মানুষ নই।

ক্লাস সেভেনে পড়ার সময়ের একটি ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, তখন মায়ের সঙ্গে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত। চার মোড়েই চারজন ছেলে রোজ দাঁড়িয়ে থাকত আমার জন্য। হা করে তাকিয়ে থাকত। আমার মা তো বিষয়টা বুঝতে পারলেও ছেলেগুলোকে তখনও কিছু বলার সুযোগ দিতেন না।

একসময় মা-ই খোঁজ নিয়ে জানতে পারলেন চারজন ছেলেই একই বাড়ির। ওরা আপন চাচাতো ভাই। এরপর তো আমার পরিবারের সদস্যরা গেলেন বিচার নিয়ে। পরে বিষয়টি পারিবারিকভাবেই সমাধান হয়।

ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us