সম্পাদক-প্রকাশকদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময় সভার আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডিএফপি’র তথ্য ভবন সম্মেলন কক্ষে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে একটি মতবিনিময় সভার
আরও পড়ুন…মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর নিবন্ধন শাখা এবং বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখা সংবাদপত্রের মিডিয়া তালিকাভূক্তি ও হালনাগাদকরণ, নামের ছাড়পত্র প্রদান, নিয়মিত প্রকাশনা মনিটরিং, পরিদর্শন ও নিরীক্ষা করে প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণ করা হবে।
এছাড়াও ক্রোড়পত্র ও বিজ্ঞাপন বিতরণ এবং বিল পরিশোধ, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্রের স্বার্থ্য সংশ্লিষ্ট মামলা পরিচালনা ও আইনগত মতামত প্রদান করে থাকে।
জাতীয়ভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে আগামীকাল ২৩ সেপ্টেম্বর, বিকেল ৩টায় ডিএফপি’র তথ্য ভবন সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১১) সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক সভায় সভাপতিত্ব করবেন। গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছে ডিএফপি।
ইবাংলা/ আইএইচ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.