আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ? আর নাটক হবে না, তা তো আর হয় না! ম্যাচটিতে গোল হয়েছে মোট ৪টি। এছাড়াও হয়েছে রেকর্ড। তবে সব ছাপিয়ে সিটি বসের রেগেমেগে ডাগআউটের চেয়ারে লাথি মারার ঘটনা সবার মুখে মুখে। কি এমন হলো যে সিটি বসের ঠাণ্ডা মাথা গরম হয়ে গেলো?
আরও পড়ুন… ট্রাম্প আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না
ম্যাচের ৯ মিনিটে, নরওয়েজিয়ান ফরোয়ার্ডের গোলে এগিয়ে গিয়েছিলো টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিকে, সিটির জার্সিতে শততম গোলের রেকর্ড করেন আরলিং হাল্যান্ড।
এরপরই গোল প্রতিশোধে মরিয়া আর্সেনাল। ম্যাচের ২২ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান রিকার্দো কালাফিওরি। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাসে, প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি।
আর এই গোল নিয়ে হয়েছে বিতর্ক। নিজেদের অর্ধে পাওয়া এক ফ্রিকিক-ই উৎস ছিল গোলটির। সিটির অভিযোগ, তাদের খেলোয়াড়েরা প্রস্তুত না হতেই শর্ট ফ্রিকিক নিয়েছে আর্সেনাল। আর তাতে জায়গামতো যেতে পারেননি সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার। সিটির আপত্তি কানে না তোলায়, দলটির কোচ পেপ গার্দিওলা রেগেমেগে ডাগআউটের চেয়ারে লাথি মেরে বসেন।
উল্লেখ্য, আর্সেনাল জিতলে উঠে যেত পয়েন্ট তালিকার শীর্ষে। তবে, ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায়, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটি-ই রয়েছে শীর্ষে। এদিকে, সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে টেবিলে চারে।
ইবাংলা/রাজিব
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.