ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় হাইকোর্টের রুল জারি

আদালত প্রতিবেদক

ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনায় নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Islami Bank

আরও পড়ুন…আইএমএফ‘র সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংকিং খাত সংস্কার ও অর্থপাচার রোধে

এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

one pherma

সেই সাথে ঐতিহাসিক এই আন্দোলনে আহতদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না এবং ৭১ এর মুক্তিযোদ্ধাদের মত এদের কেন আর্থিক সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সাথে ছিলেন আইনজীবী মো: রায়হান আলম। জনস্বার্থে রিটটি করেন ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মো: আলি নাজির শাহিন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us