পতিত সরকারের দোসররা বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

আলমগীর মানিক, রাঙামাটি

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (২৫ সেপ্টম্বর) দুপুরে কাউখালী প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ওমর ফারুক। কাউখালি ও বেতবুনিয়ার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে ইতোমধ্যেই সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনজীবির মাধ্যমে উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন…কুমিল্লার তিন উপজেলায় এখনো লক্ষাধিক মানুষ পানি বন্দি

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুরে কাউখালী প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ওমর ফারুক। কাউখালি ও বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে।

এই অপতৎপরতার বিরুদ্ধে ইতোমধ্যেই সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনজীবির মাধ্যমে উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, গত ২৩, ২৪ ও ২৫ তারিখ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ধারাবাহিক ভাবে কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। যা অত্যান্ত মানহানিকর এবং বাংলাদেশের একটি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর পতিত ফ্যাসিবাদী শক্তি ১৬ বছরে তাদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এজন্য তারা বিএনপির অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বৈরাচারীরে দোসরদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করছে। বিএনপির মতো একটি দলকে দ্বিধাবিভক্ত করে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে।

এতে বলা হয়, সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি গ্রুপ সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে এবং ওই সংবাদ মাধ্যম কোন রকম যাচাই বাছাই না করে অভিযুক্ত কারো কোনো বক্তব্য ছাড়া কিভাবে এধরণের সংবাদ পরিবেশন করতে পারে তা আমাদের বোধগম্য নয়। ইউনিয়ন বিএনপি এধরণের পক্ষপাত মূলক এক পেশে সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছে।ভবিষ্যতে এধরণের সংবাদ প্রকাশের পূর্বে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ইবাংলা/ বা আএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us