ডিসির গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল পথচারী শিশুর

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া মোটরবাইকের ধাক্কায় পথচারী এক শিশু মারা গেছে। আহত হয়েছে শিশুটির মাসহ দুজন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
আরো পড়ুন …নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় দশ দিনে দুই মন্দিরে হামলা

Islami Bank

নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রুবিনা আক্তার (৩২) ও মোটরসাইকেলটির চালক। তবে চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।জেলা প্রশাসক সালাহউদ্দিন বলেন, “সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলেন। তাদের গাড়িটি কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।“এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারি মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশুটি আহত হন।

আরো পড়ুন … হারুনের সার্ভিস আপলোড করে দিলো ওটিটিতে

one pherma

জেলা প্রশাসক আরও বলেন, “আমি গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।“তিনি বলেন, “দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু আচমকা বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।“

আহত ও নিহতের চিকিৎসাসহ সার্বিক সহায়তায় প্রশাসন পরিবারটির পাশে থাকবেন বলে জানান মোহাম্মদ সালাহউদ্দিন।কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, শিশুটির মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের শিশুর লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us