নাসরাল্লাহর মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন সংবাদ পাঠিকা

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুতে শোকস্তব্ধ লেবানন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

Islami Bank

এ খবর প্রচারের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন লেবাননের আল-মায়াদিন টিভির এক উপস্থাপিকা। তার কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।শুক্রবার ভোর থেকেই বৈরুতের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলায় নাসরাল্লাহর মৃত্যুর দাবি করলেও হিজবুল্লাহ প্রথমে
কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরে এক বিবৃতিতে তারা নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে।

সম্পর্কিত খবর

হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত আল-মায়াদিন টিভিতে এ সংবাদ পাঠ করছিলেন এক নারী উপস্থাপিকা। সংবাদ পাঠের সময় তিনি বারবার নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে চেষ্টা ব্যর্থ হয়। গলা ধরে কাঁদতে কাঁদতে তিনি নাসরাল্লাহর মৃত্যু সংবাদটি পাঠ করেন।

one pherma

৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরাল্লাহ ৩২ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টেরও নেতা ছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে হিজবুল্লাহকে বিবেচনা করা হয়।

ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, নাসরাল্লাহ ছিলেন ইসরায়েলের সর্বকালের অন্যতম বড় শত্রু। তার মৃত্যুতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।
ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us