সাংবাদিক হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই মামলায় তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন, পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন...

মেট্রোরেল চলাচল স্বাভাবিক ১ ঘণ্টা পর

Islami Bank

এর আগে, তাকে বেলা ১১টার দিকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তর মুগদাপাড়ায় সাংবাদিক হাসান মাহমুদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, নজরুল ইসলাম বাবু, শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গা, এরফান সেলিম, লোটাস কামাল, আতিকুল ইসলাম, হারুন-অর-রশিদ এবং বিপ্লব কুমার সরকার।

one pherma

উল্লেখ্য, গোলাম দস্তগীর গাজীকে ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানা এবং ঢাকায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us