যুক্তরাষ্ট্রকে অবহিত করে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান

ইবাংলা ডেস্ক নিউজ

ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থল অভিযান শুরু করার আগে ইসরায়েল তাদের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, পুরো লেবানন নয়, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলে অভিযান চালাবে ইসরায়েলি সেনারা।

মার্কিন গণমাধ্যম সিবিএস-এর প্রতিবেদন অনুসারে, সোমবারই এই অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তও ইঙ্গিত দিয়েছেন, এক-দুদিনের মধ্যেই ইসরায়েলি বাহিনী লেবাননে প্রবেশ করবে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us