খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি শিক্ষককে পিটিয়ে হত্যা,

ইবাংলা প্রতিবেদক

আজমল বাহার : খাগড়াছড়িতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার জেরে পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Islami Bank

আরও পড়ুন…যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে : কাদের সিদ্দিকী 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ রয়েছে, স্কুলের একটি কক্ষে এক ছাত্রীকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, অন্যদিকে কলেজের শিক্ষক সোহেলকে প্রশাসনিক ভবনে পিটিয়ে হত্যা করা হয়।

one pherma

সদর হাসপাতাল সূত্রে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানিয়েছেন, শহরের পরিস্থিতি শান্ত রাখার জন্য অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে, এবং পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us