ডেঙ্গুতে হাসপাতালে সহস্রাধিক, আরও ৩ জনের মৃত্যু

ইবাংলা প্রতিবেদক

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১,১৪৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন…সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ঢাকায় অবস্থান সংক্ষিপ্ত সময় 

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৬ জন মারা গেছেন, যার মধ্যে ৮৩ জনই কেবল সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এ বছর মোট ৩২,০৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ১৯,২৪১ জনই সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে ২৫২ জন, চট্টগ্রামে ১৪৪ জন, বরিশালে ৯৯ জন, খুলনায় ৮১ জন, রংপুরে ৪৭ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৩৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সারাদেশে বর্তমানে ৩,৪৯৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩,২১,১৭৯ জন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us