পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি

ইবাংলা প্রতিবেদক

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

মোদিকে আলোকচিত্র উপহার দিলেন ড. ইউনূস

Islami Bank

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর, এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশের সংস্কার ইস্যু গুরুত্ব পায়।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে আরও আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

one pherma

আজকের বৈঠকে ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, “আমরা বাংলাদেশের অভিবাসীদের সুরক্ষা দিতে চাই এবং আরও ভালোভাবে নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার জন্য কাজ করতে হবে।” তিনি বাংলাদেশের পুলিশের সংস্কারে ইতালির সহযোগিতার প্রস্তাব দেন এবং বলেন, ইতালির পুলিশ বিভিন্ন দেশে এ ধরনের সহায়তা দিয়ে থাকে।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে প্রায় ২.৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে, এবং শিগগিরই এটি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি, তিনি জানান, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং ব্যালে শো আয়োজনের পরিকল্পনা করছে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us