সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

ইবাংলা প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ)। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২ অক্টোবর) ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
Islami Bank

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানের অংশ হিসেবে কামাল নাসের চৌধুরী ও মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট কয়েকটি মামলা রয়েছে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো উল্লেখযোগ্য।

ডিবি আরও জানায়, আটককৃতদের আজ বিকেলের মধ্যে আদালতে হাজির করা হবে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে মিরপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।

one pherma

এ ছাড়া খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি নবীউল্লাহ পান্নাকেও গ্রেফতার করা হয়।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us